ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেরিতে হানিমুনে যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
Published : Monday, 31 May, 2021 at 6:27 PM
দেরিতে হানিমুনে যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীচুপিসারে বিয়ে সারলেও অভিনন্দনের জোয়ারে ভাসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার স্ত্রী ক্যারি সাইমন্ডস। তবে শিগগিরই হানিমুনে যাচ্ছেন না এই যুগল। এর পরিবর্তে আগামী গ্রীষ্মে পরিবার ও বন্ধুদের আরও একটি বড় অংশের সঙ্গে নিজেদের বিয়ে উদযাপন করতে চান তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৫১ বছরে যুক্তরাজ্যের ইতিহাসে কোনও প্রধানমন্ত্রী রাষ্ট্রক্ষমতায় থেকে বিয়ের পিঁড়িতে বসেননি। সেই রেকর্ড ভেঙে বিয়ে করে নতুন রেকর্ড গড়েন বরিস জনসন।

২০১৯ সালের শেষ দিকে মাস্টিক দ্বীপে ইনগেজমেন্ট সারেন বরিস জনসন ও ক্যারি সাইমন্ডস। ২০২০ সালের এপ্রিলে তাদের ছেলে উইলফ্রেড এর জন্ম হয়। তার মাত্র কয়েক দিন আগে করোনাভাইরাসের চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ক্যারি সাইমন্ডসের বিয়ের ছবি প্রথমবারের মতো প্রকাশ পায়। তাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কালো স্যুট এবং উজ্বল নীল রংয়ের টাইয়ের সঙ্গে গোলাপের মুকুট পরিহিত স্ত্রীর সঙ্গে দেখা যায়। জানা গেছে ক্যারি এখন থেকে ক্যারি জনসন নামে পরিচিত হবেন।