ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বন্ধ ঘরে মিলল ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরের পচা লাশ
Published : Monday, 31 May, 2021 at 7:39 PM
বন্ধ ঘরে মিলল ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরের পচা লাশফেনীর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শফিউল আজম শফিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরীপাড়ার আশিক মঞ্জিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আজম একাই ঘরে থাকতেন। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন।

শুক্রবার রাতে শফিউল আজম নিজ কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফিরেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার বিকালে বাসা থেকে পচা দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক মনির আহম্মদ বাইরে থেকে ঘরের দরজা বন্ধ দেখেন। এ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে মৃত্যুবরণ করতে পারেন। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শফিউল আজমের বাড়ি টাঙ্গাইল জেলায়।