কোপা আমেরিকা ব্রাজিলে
Published : Tuesday, 1 June, 2021 at 12:00 AM
শতবর্ষের কোপা আমেরিকা ইতিহাসে
প্রথমবার দুই দেশ আয়োজক হওয়ার মর্যাদা পেয়েছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার
কারণে কলম্বিয়ার কাছ থেকে সেই অধিকার হারায়। তাদের সঙ্গে যৌথভাবে
টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল আর্জেন্টিনার। সোমবার (৩১ মে) কনমেবল
জানায়, আর্জেন্টিনাতেও হবে না মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতা। কয়েক ঘণ্টার
মধ্যে তারা জানালো, ব্রাজিলে হচ্ছে এবারের কোপা আমেরিকা।
গত আগে ২০ মে
কলম্বিয়া আয়োজক দেশের মর্যাদা হারায়। আর্জেন্টিনাতেও হচ্ছে না এই
টুর্নামেন্ট, ছোট বিবৃতি দেয় কনমেবল, বর্তমান পরিস্থিতির কারণে এ
সিদ্ধান্ত। তবে কারণটা খোলাসা করেনি সংস্থাটি। বেলা গড়াতে তারা জানালো,
টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা হবে ব্রাজিলে। ২০১৯ সালে সবশেষ আসরে ব্রাজিল
ঘরের মাঠে এক যুগের শিরোপা খরা ঘুচিয়ে দেয় পেরুকে ফাইনালে হারিয়ে। এখনও
ভেন্যু চূড়ান্ত করেনি কনমেবল।
১৩ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত যৌথভাবে
আর্জেন্টিনা ও কলম্বিয়ার ৯ শহরে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শুরু হওয়ার দুই সপ্তাহও যখন বাকি নেই তখন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।
পর্যায়ক্রমে বাদ গেলো দুটি আয়োজক দেশই। দুই দেশের ৯টি শহরের ৯ ভেন্যুতে
হওয়ার কথা ছিল ম্যাচ।
গত মাস থেকে কলম্বিয়ায় চলছে রাজনৈতিক অস্থিরতা।
সাধারণ জনগণের বিােভ আর সহিংস আন্দোলনে উত্তাল দণি আমেরিকার দেশটি। এই
টালমাটাল পরিস্থিতিতে আসন্ন কোপা আমেরিকার যৌথ আয়োজক হওয়ার মর্যাদা হারায়
কলম্বিয়া। ফাইনালসহ দেশটির মাঠে ১৫টি ম্যাচ হওয়ার কথা ছিল।