ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় কোব্বাত খান ফাউন্ডেশন গঠিত
Published : Tuesday, 1 June, 2021 at 12:00 AM
ইলিয়াছ আহমদ, বরড়া ||
সম্প্রতি কুমিল্লা জেলা বরুড়া উপজেলা ঢেউয়াতলী গ্রামের মরহুম মোঃ কোব্বাত খান ফাউন্ডেশন নামে একটি সমাজ সেবামূলক ফাউন্ডেশন গঠিত হয়।
কোব্বাত খানের সুযোগ্য নাতি জুনিয়র কনসালটেন্ট সার্জারী ডাঃ মাহবুব ইবনে মোনেম খান জনি ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান খান সোহাগ এ ফাউন্ডেশন  করার উদ্যেগ নেন।
নিজ গ্রাম বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামে ফাউন্ডেশনের উদ্যোগে উন্মুক্ত একটি গণপাঠাগার করা হয়। এ ফাউন্ডেশন থেকে ভবিষ্যতে শিক্ষামূলক বৃত্তি প্রকল্প চালু করা। বছরে দু একবার হলে ও গ্রামের সকল পেশার মানুষ কে চিকিৎসা সেবা দেওয়াসহ ইত্যাদি সামাজিক কাজে অংশ গ্রহণ করবে বলে দায়িত্বশীলরা জানান। মরহুম কোব্বাত খানের প্রচেষ্টার ফলে  চান্দিনা থানা থেকে বরুড়া থানা পৃথক করে বরুড়া একটি থানা করা হয়। কোব্বাত খান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার প্রচেষ্টা ও অনুপ্রেরণায় বরুড়া উপজেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে। তার স্মৃতি রক্ষার্থে তার নাতিরা  তার নামে এ ফাউন্ডেশন করার উদ্যোগ নেন। তাদের এ উদ্বেগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।