ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় রাতের অন্ধকারে দোকান দখলের অভিযোগ তদন্ত কমিটি গঠন
Published : Tuesday, 1 June, 2021 at 12:00 AM
বিশেষ প্রতিবেদক: কুমিল্লার চান্দিনা বাজারে পৌরসভার নির্ধারিত দোকান সেড থেকে এক ব্যবসায়ীকে রাতের অন্ধকারে উচ্ছেদ করে দখলে নেয় প্রতিপক্ষরা। বাজারের সিসি টিভির ফুটেজে ওই দোকান সেট দখলে নেওয়ার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল। এ ঘটনায় চান্দিনা পৌর কর্তৃপক্ষ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।
সোমবার (৩১ মে) সকাল থেকে ওই স্থানে অন্য একজন ব্যবসায়ী দোকান চালু করে। এর আগে বৃহস্পতিবার (২৭ মে) রাতের অন্ধকারে ওই দোকান দখল করে দুষ্কৃতকারীরা। এতে পৌরসভার প্যানেল মেয়র মো. আবদুর রব কাউন্সিলরকে আহ্বায়ক করা হয়। তদন্ত কমিটি রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আশিক মুরগী দোকান এর মালিক মো. শাহজাহান জানান- গত ২৫ বছর ধরে চান্দিনা উপজেলা সদরের মুরগী বাজারে ব্যবসা করে আসছেন তিনি। বৃহস্পতিবার রাতে মো. সজিব হোসেন মুন্সী’র নেতৃত্বে ১৪-১৫ জন যুবক তার লোহার তৈরী মুরগীর খাঁচা সরিয়ে দিয়ে তার দোকানটি দখল করে ফেলে। সোমবার তার দোকানের স্থানটিতে হেলাল নামের অপর এক যুবক দোকান বসিয়ে ব্যবসা শুরু করে। দোকান দখলের  বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে তিনি অবহিত করেছেন বলে জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আশিক মুরগী দোকান নামীয় সাইনবোর্ডটি এখনো লাগানো রয়েছে। ওই স্থানে মো. হেলাল নামের এক যুবক ব্যবসা পরিচালনা করছে। মো. হেলাল এর সাথে কথা বলে জানাযায়, মো. সজিব হোসেন মুন্সী ওই দোকান চালু করেছে। হেলাল দোকান পরিচালনার দায়িত্বে রয়েছে।
এ ব্যাপারে মো. সজিব হোসেন মুন্সী জানান, আশিক মুরগী দোকানের মালিক শাহজাহান মিয়ার সাথে আমার কথা হয়েছে। উনার ৪-৫টি খাঁচা রয়েছে। ১টি সরিয়ে আমি ব্যবসা চালু করেছি।
এব্যাপারে চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া বলেন- দোকান দখলের বিষয়টি শুনেছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের পরে ব্যবস্থা গ্রহণ করা হবে।