ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই
Published : Tuesday, 1 June, 2021 at 12:00 AM
বারী উদ্দিন আহমেদ বাবর।। কুমিল্লার নাঙ্গলকোটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়েছে ১১ দোকান ঘর। রোববার রাত দেড়টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই দোকানঘরগুলো পুড়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকা ক্ষতি হয়েছে।
জানা যায়, ওই দিন গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এরপর একে একে দোকানঘর পুড়ে যায়। স্থানীয়রা দৌঁড়ে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করে।
আগুনে পুড়ে গেছে, হাফেজ আহম্মদের রাইস মিল এন্ড মেকানিক দোকান, ছায়েদ মিয়ার চা বিতান, জিয়ার শুটকি দোকান, আব্দুল জলিলের কসমেটিক্স এন্ড কাপড় দোকান, মজিবের ষ্টেশনারি দোকান, চকন মিয়ার চা দোকান, আব্দুর রুপের লাইব্রেরী ও ষ্টেশনারী দোকান, মামুনের ফার্মেসী দোকান, ফারুকের সার বীজের গুদাম ও নুর আমিনের সার বীজের দোকান।
এ বিষয়ে ঢালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি নাজমূল হাছান ভূঁইয়া বাছির বলেন, বাজারে আগুনের সুত্রপাতের খবর শুনে তাৎক্ষণিক লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণের প্রায় শেষ পর্যায়ে লাকসাম থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়ে প্রিয় নেতা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও উপজেলা প্রশাসনকে অবগত করেছি।