করোনা পরবর্তী জটিলতায় আক্রান্ত হয়ে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত হীরক কুমার দাসের মৃত্যু হয়েছে। সোমবার রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. সোহানুর রহমান সোহান জানান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হীরক কুমার দাস প্রায় তিন মাস আগে করোনা আক্রান্ত হয় এবং পরবর্তী সময়ে করোনামুক্ত হয়ে কাজে ফিরে যান। সোমবার দুপুর সোয়া ২টার দিকে জ্বর ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এসময় তাকে করোনাসহ বেশ কিছু পরীক্ষা দেওয়া হয়। ওই সময় তিনি স্বাভাবিকই ছিলেন।
কিন্তু ওইদিন সন্ধ্যার পর পরীক্ষার রিপোর্ট আসলে তাতে কিডনি এবং লিভারের জটিলতা ধরা পড়ে। রাতে হীরক কুমার দাস হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। মূলত কিডনি ফেইল এবং একিউট ভাইরাল হেপাটাইটিসের কারণেই তার মৃত্যু হয়েছে।
৩৭তম বিসিএস ব্যাচের (প্রশাসন) হীরক কুমার দাস জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি দায়িত্ব পালনকালে প্রায় তিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি করোনাকে জয় করে পুনরায় কাজে যোগদান করেন। করোনা চিকিৎসা নিয়ে সুস্থ হলেও পরবর্তী সময়ে একে একে তার শরীরে নানা ধরনের জটিলতা দেখা দিতে শুরু করে।
এরই ধারাবাহিকতায় তিনি জ্বর ও বমির উপসর্গ নিয়ে সোমবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার দেশের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে গেছেন।