ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৭০ বাঘ শিকারী ‘টাইগার হাবিব’ গ্রেফতার
Published : Tuesday, 1 June, 2021 at 6:51 PM
৭০ বাঘ শিকারী ‘টাইগার হাবিব’ গ্রেফতারঅন্তত ৭০টি রয়েল বেঙ্গল টাইগার শিকারের অভিযোগে হাবিব তালুকদার ওরফে ‘টাইগার হাবিব’ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বাগেরহাট থেকে গত শনিবার তাকে আটক করা হয় বলে আল জাজিরা মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে।

গত দুই দশক ধরে হাবিব এসব বাঘ শিকার করেছে বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান আল জাজিরাকে জানিয়েছেন।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, পুলিশ হাবিবকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

চামড়া, হাড় এমনকি মাংসও চীনসহ বিভিন্ন দেশের কালোবাজারে চড়া দামে বিক্রির জন্য এসব বাঘ শিকার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।