ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৩২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না
Published : Tuesday, 1 June, 2021 at 7:51 PM
৩২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না৬ মাস জেল খাটার ভয়ে ৩২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি খোরশেদ আলীর। প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. খোরশেদ আলী মণ্ডলকে ৩২ বছর পর টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়।

মধুপুর থানা থেকে ৭ কিলোমিটার দূরে জলছত্র বাজার সংলগ্ন অরনখোলা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে চিলমারী থানা পুলিশ। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।

চিলমারী মডেল থানা সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে প্রতারণার মামলায় চিলমারী উপজেলার পুঁটিমারী কাজলডাঙ্গা (মণ্ডলপাড়া) এলাকার মৃত আব্দুল মান্নান মণ্ডলের পুত্র খোরশেদ আলী মণ্ডলকে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। তারপর থেকেই আসামি পলাতক ছিলেন।

নিজ এলাকা থেকে পালিয়ে গিয়ে গাজীপুরে রিকশা গ্যারেজ দিয়ে সেখানে বসবাস করছিলেন খোরশেদ আলী। এভাবে দীর্ঘদিন সেখানেই তিনি স্ত্রী-সন্তানসহ গা-ঢাকা দিয়ে  থাকেন। কিছুদিন আগে টাঙ্গাইল জেলার মধুপুর থানার বেইড়বাঁধ ইউপি এলাকায় জলছত্র বাজারে একটি চায়ের দোকান দিয়ে সেখানে বসবাস শুরু করেন তিনি।

দীর্ঘ দিনের ওয়ারেন্টের তালিকা মোতাবেক রোববার চিলমারী থানার এএসআই  শহিদুর রহমান ও এএসআই  জিল্লুর রহমান মধুপুরে গিয়ে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।

চিলমারী মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতারের পর মধুপুর থানা থেকে চিলমারী থানায় নিয়ে আসা হয়। এরপর তাকে আদালতে পাঠানো হয়েছে।