ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিয়ে করছেন বাবর আজম
Published : Tuesday, 1 June, 2021 at 7:53 PM
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজের খববিয়ে করছেন বাবর আজমর অনুযায়ী আগামী বছর বিয়ে করবেন বাবর।

উপযুক্ত পাত্রী খুঁজে পেতে তেমন সমস্যা হয়নি বাবরের। তিনি বিয়ে করতে যাচ্ছেন নিজের চাচাতো বোনকে। উভয় পরিবারই এই বিয়েতে সম্মত হয়েছে বলে জানা যায়।

করোনার কারণে ১০ ম্যাচ পর বন্ধ হয়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজি এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

পিএসএলে অংশ নিতে ইতিমধ্যে পাকিস্তানের ক্রিকেটাররা আমিরাতে গিয়ে প্রস্তুতি শুরু করেছেন। আগামী ৯ জুন থেকে পিএসএলের বাকি অংশের খেলা শুরু হবে। পিএসএলে করাচি কিংসের নেতৃত্ব দিচ্ছেন বাবর।

পিএসএলের পরই দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ২২ জুন ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। যুক্তরাজ্য থেকে ফিরে পাকিস্তান ঘরের মাঠে খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের।

জাতীয় দলের এই ব্যস্ততার কারণেই ইচ্ছে থাকা সত্ত্বেও এই বছর আর বিয়ের পিঁড়িতে বসা হচ্ছে না বাবর আজমের। তাই আকদ হলেও বিয়ে হচ্ছে আগামী বছর।