ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
Published : Tuesday, 1 June, 2021 at 8:29 PM
ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনময়মনসিংহ ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে বড় ভাই রমিজ উদ্দিনের (৪০) দায়ের কোপে আফাজ উদ্দিন (৩২) নামে এক যুবক খুন হয়েছেন।

নিহত আফাজ উদ্দিন উপজেলার রাজৈ ইউনিয়নে চান্দাব গ্রামের আব্দুল আজিজের ছেলে।

মঙ্গলবার (১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নে চান্দাব গ্রামে এ ঘটনা ঘটে।

ভালুকা থানার এসআই সাইফুল ইসলাম জানান, রাজৈ ইউনিয়নে চান্দাব গ্রামে আব্দুল আজিজের দুই ছেলে আফাজ উদ্দিন ও রমিজ উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

তিনি বলেন, এরই জেরে ঘটনার দিন দুপুরে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই রমিজ উদ্দিন দা দিয়ে ছোট ভাই আফাজ উদ্দিনকে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে নেয়ার সময় পথে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আমি এখনো ঘটনাস্থলেই আছি। মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে আরও বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশের ঘটনাস্থলেই রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।