চট্টগ্রামের বাঁশখালীতে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবুল বাশার খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
হত্যাকাণ্ডের প্রায় আড়াই মাস পর সোমবার গভীর রাতে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজার হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৪৫), এ খুনের মামলার প্রধান আসামি। তার বাড়িও বাঁশখালীতে।
র্যাব-৭ চাঁন্দগাও ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রেন লিডার আব্দুল্লাহ আল জাবের জানান, হত্যাকাণ্ডের পর থেকেই দেলোয়ার পলাতক ছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।
এ মামলায় পুলিশের পাশাপাশি র্যাবও ছায়াতদন্তে ছিল জানিয়ে তিনি বলেন, সোমবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজার হাটে দেলোয়ারের অবস্থান জানতে পেরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
দেলোয়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাশার খুনের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানান র্যাব কর্মকর্তা জাবের।
গত ১৯ মার্চ রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ছাপাছড়ি গ্রামে কুপিয়ে খুন করা সাবেক ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ আবুল বাশারকে।
হত্যাকাণ্ডের পর পুলিশ জানিয়েছিল পূর্ব বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে।
র্যাব কর্মকর্তা জাবের বলেন, নিহত বাশারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ ছিল দেলোয়ারের। সে বিরোধের জেরে বাশারকে খুন করা হয়েছে বলে জানিয়েছে দেলোয়ার।
দেলোয়ারকে বাঁশখালী থানা পুলিশের হাতে সোপার্দ করা হয়েছে।