ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডিপিএলে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের নতুন সময়সূচি
Published : Tuesday, 1 June, 2021 at 8:41 PM
ডিপিএলে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের নতুন সময়সূচি আগামীকাল ২ মে বুধবার থেকে ৫ মে পর্যন্ত টানা ৪ দিন প্রিমিয়ার লিগের খেলা হবে শেরে বাংলা স্টেডিয়ামে।

বৃষ্টিতে বিকেএসপির মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় আগামী চারদিনে দুই পর্ব মিরপুরের হোম অব ক্রিকেটে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে আজ বিকেলে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) সভায়।

সন্ধ্যা নামার আগে সূচিও তৈরি। জেনে নেয়া যাক দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে কোনদিন কার খেলা-

২ মে (বুধবার)
প্রাইম দোলেশ্বর বনাম খেলাঘর (সকাল ৯ টায়)
শেখ জামাল ধানমন্ডি-গাজী গ্রুপ ক্রিকেটার্স (দুপুর ১.৩০টায় )
প্রাইম ব্যাংক-শাইনপুকুর (সন্ধ্যা ৬ টায়)

৩ মে (বৃহস্পতিবার)
লিজেন্ডস অব রুপগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়ন (সকাল ৯ টা)
আবাহনী বনাম ওল্ডডিওএইচএস (দুপুর ১.৩০টা )
মোহামেডান বনাম পারটেক্স গ্রুপ ক্রিকেটার্স (সন্ধ্যা ৬ টা)

৪ মে (শুক্রবার)
লিজেন্ডস অব রুপগঞ্জ বনাম খেলাঘর সমাজ কল্যাণ (সকাল ৯ টা)
শেখ জামাল ধানমন্ডি বনাম শাইনপুকুর (দুপুর দেড়টা)
প্রাইম দোলেশ্বর বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স (সন্ধ্যা ৬ টা)

৫ মে (শনিবার)
ওল্ডডিওএইচএস বনাম পারটেক্স (সকাল ৯ টা)
আবাহনী বনাম ব্রাদার্স ইউনিয়ন (দুপুর ১.৩০টা)
মোহামেডান বনাম প্রাইম ব্যাংক (সন্ধ্যা ৬ টা)