ব্রাহ্মণপাড়ায় ছোট খামারিদের মাঝে গো-খাদ্য ত্রাণ সহায়তা প্রদান
Published : Wednesday, 2 June, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ও
করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ছোট খামারিদের মাঝে মানবিক সহায়তা প্রদানের
জন্য গো-খাদ্য ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা
প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের
সহযোগিতায় সোমবার ও মঙ্গলবার ২দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক
খামারীর মাঝে এসব গো-খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে প্রতি খামারীকে
২৫ কেজি ফিড, ১ কেজি ভিটামিন প্রমিক্স ও কৃমিনাশক ট্যাবলেট দেওয়া হয়।
অনুষ্ঠানে
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে ছোট খামারিদের মাঝে এ গো-খাদ্য ত্রাণ সহায়তা প্রদান করেন। এ
সময় তিনি বলেন, আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে করোনার এই সময়ে অতি দরিদ্রদের
উপকরণ বিতরণ করা হয় যাতে পশুর স্বাস্থ্য ভালো থাকে ও বাজার দাম ভালো পাওয়ার
মাধ্যমে খামারী যেন উপকৃত হতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা
প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শুভ সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক। এসময় প্রাণিসম্পদ
সম্প্রসারণ কর্মকর্তা ও উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন খামারী
মালিকগণসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।