চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে তৃষ্ণা জলদাশ (১৯) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বাবার বাড়িতে আত্মহত্যা করেন তৃষ্ণা।
তৃষ্ণা সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বাসিন্দা মৃত মোহন লালের মেয়ে।
জানা যায়, গত দেড় মাস আগে প্রেমের সম্পর্কে শুভ পাল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তৃষ্ণা জলদাশের (১৯)। কিন্তু বিয়ের মাত্র চারদিন পরেই উধাও হয়ে যান স্বামী। এ ঘটনা নিয়ে প্রতিবেশীরা প্রায় সময় টিটকারি করতেন তৃষ্ণার সঙ্গে। এরই মধ্যে আবার কয়েকদিন আগে শুভ পালের অন্যত্র বিয়ের খবর পান তৃষ্ণা। এতে প্রতিবেশীদের টিটকারির মাত্রা আরও বেড়ে যায়। সবমিলিয়ে আশপাশের মানুষের এই অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তৃষ্ণা।
তৃষ্ণার ভাই যীশু জলদাশ বলেন, শুভ পালের গ্রামের বাড়ি সন্দ্বীপ হলেও ছোটবেলা থেকেই সে আমাদের গ্রামে তার মামার বাড়িতে থাকত। বিয়ের মাত্র চারদিন পর শুভ পালিয়ে যায়। এ ঘটনায় তৃষ্ণা আমাদের বাড়িতে চলে আসলেও আশেপাশের লোকজন বিষয়টি নিয়ে আমার বোনের সঙ্গে টিটকারি করত। একপর্যায়ে শুভর আরেকটি বিয়ের খবর শুনে আমার বোন আত্মহত্যা করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে সীতাকুণ্ড এলাকা থেকে গলায় ফাঁস দেয়া এক গৃহবধূকে হাসপাতালে আনে স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।