মাহমুদউলাহ রিয়াদের ব্যাটে-বলের নৈপুণ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে অনায়াসেই জয় পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরের ৮ম ম্যাচে বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় শেখ জামাল ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
এদিন প্রথমে ব্যাট করে মোহাম্মদ আশরাফুলের ৪টি ছক্কার সাহায্যে ৩৫ বলে গড়া ৪১ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৫১ রান করে শেখ জামাল। এছাড়া ৩০ বলে ৩৩ রান করেন ওপেনার সৈকত আলী। ১৩ বলে ২০ রান করেন নাসির হোসেন। ১৬ বলে ২১ রান করেন জিয়াউর রহমান। গাজীর হয়ে দুটি করে উইকেট নেন মাহমুদউলাহ রিয়াদ ও মুকিদুল ইসলাম।
টার্গেট তাড়া করতে নেমে ৪০ রানে দুই ওপেনার শাহাদাত হোসেন ও সৌম্য সরকারের উইকেট হারানো গাজীকে খেলায় ফেরান মুমিনুল হক সৌরভ ও মাহমুদউলাহ রিয়াদ। তৃতীয় উইকেট জুটিতে ৯৭ রান যোগ করেন মুমিনুল-রিয়াদ। ৩৬ বলে ৮টি চারের সাহায্যে ৫৪ রান করে ফেরেন মুমিনুল।
এরপর জাকির হোসেনকে সঙ্গে নিয়ে অনবদ্য ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মাহমুদউলাহ রিয়াদ। দলের জয়ে বল হাতে ২৩ রানে ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৫১ বলে ৪টি চার ও দুই ছক্কায় অপরাজিত ৬২ রান করে ম্যাচসেরা হন অধিনায়ক মাহমুদউলাহ রিয়াদ।