ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রামে পলিথিনের অবৈধ কারখানা সিলগালা
Published : Wednesday, 2 June, 2021 at 7:21 PM
চট্টগ্রামে পলিথিনের অবৈধ কারখানা সিলগালা চট্টগ্রামের ফতোয়াবাদ দক্ষিণ পাহাড়তলী এলাকার একটি পলিথিন তৈরির কারখানা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সিলগালা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

বুধবার দপুরে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর পরিচালক মোহাম্মদ নূরুল­াহ নূরী কারখানাটি সিলগালা করেন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক ও জুনিয়ার কেমিস্ট মোহাম্মদ ছানোয়ার। অভিযানে বৃহস্পতিবার কারখানার মালিককে পরিবেশ অধিদপ্তরের শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশও দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর পরিচালক মোহাম্মদ নূরুল­াহ নূরী বলেন, অভিযানে দেখা যায়, আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে প্রতিষ্ঠানটিতে পলিথিন উৎপাদন করে আসছে। অথচ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ মতে, ছাড়পত্র ছাড়া পলিথিন উৎপাদন অবৈধ। তাছাড়া পরিবেশ আইন ১৯৯৭ মতে, আবাসিক এলাকায় এমন প্রতিষ্ঠানকে পরিবেশগত ছাড়াপত্র দেওয়ারও কোনো অবকাশ নেই।

তাই আবাসিক এলাকার আবাসিক ভবনে অবৈধ কারখানাটির তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়। তাছাড়া কারখানার মালিককে শুনানিতে হাজির হতে বলা হয়েছে বলেও জানান তিনি।