ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আর্থিক লেনদেনের জেরে খুন করে মরদেহ গুম
Published : Wednesday, 2 June, 2021 at 8:28 PM
আর্থিক লেনদেনের জেরে খুন করে মরদেহ গুমখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্লুলেস একটি হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। বুধবার খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

পুলিশ সুপার আব্দুল আজিজ বলেন, আর্থিক লেনদেন নিয়ে কথা কাটাকাটির জের ধরে মো. আবুল বাশারকে হত্যা করা হয়। হত্যার পর আসামিরা মরদেহ গুম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জ্বালিয়ে নষ্ট করে।
স্থানীয় তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে আসামিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালতের মাধ্যমে আসামি আব্দুল সালাম ও আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার মাটিরাঙ্গার খেদাছড়া এলাকার বাড়ির পাশের পাহাড়ের ঢালুর নিচ থেকে আবুল বাশারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মাটিরাঙ্গা থানায় নিহতের ভাই আবুল কালাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।