৩৩ কার্যদিবসে ৫৩ হাজারের বেশি হাজতির জামিন
Published : Thursday, 3 June, 2021 at 12:00 AM
করোনা সংক্রমণ রোধকল্পে চলমান লকডাউনে সারা দেশের অধস্তন আদালতে একদিনে (১ জুন) ২ হাজার ৬১২টি আবেদনের ভার্চুয়াল শুনানি ও নিষ্পত্তি করে এক হাজার ৬৮ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। এর ফলে সর্বমোট ৩৩ কার্যদিবসে এক লাখ ৩ হাজার ৮২২টি মামলার ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৫৩ হাজার ৯৫২ জন হাজতি জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন।
বুধবার (২ জুন) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফায় সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতীব জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি চলছে। মঙ্গলবার (১ জুন) সারা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৬১২টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে এবং এক হাজার ৬৮ জন হাজতি অভিযুক্ত আসামিকে জামিন দেওয়া হয়েছে।
সবমিলিয়ে ৩৩ কার্যদিবসে মোট এক লাখ ৩ হাজার ৮২২টি মামলার ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৫৩ হাজার ৯৫২ জন হাজতি কারামুক্ত হয়েছেন। এর মধ্যে জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৮২৫ জন।
জানা গেছে, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর প্রথম দফায় ২০২০ সালের ১১ মে থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট ৫৮ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে মোট এক লাখ ৪৭ হাজার ৩৩৯টি ফৌজদারি মামলায় জামিনের দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৭২ হাজার ২২৯ জন অভিযুক্ত ব্যক্তির (শিশু সহ) জামিন মঞ্জুর করা হয়।
প্রসঙ্গত, চলতি বছরের গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে। এরপর থেকেই ভার্চুয়াল পদ্ধতিতে অধস্তন আদালতে জামিন শুনানি হয়ে আসছে।