মনোহরগঞ্জে প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আলী হোসাইনের ইন্তেকাল-দাফন সম্পন্ন
Published : Thursday, 3 June, 2021 at 12:00 AM
এলজিআরডি মন্ত্রীর শোক প্রকাশ---
আবুল কালাম আজাদ ।।
মনোহরগঞ্জ উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা যিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আলী হোসাইন ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি...রাজেউন)। গতকাল বুধবার ভোর ৬ টার সময় তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় জীবনের শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুম আলী হোসাইনের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের হাড়িয়া হোসেনপুর গ্রামে।
জানা যায়, ডিজিএম আলী হোসাইন গত কিছুদিন পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার শারিরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ বহু আতœীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
গতকাল বাদ আছর মনোহরগঞ্জ উপজেলার স্থানীয় বড় কেশতলা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আলী হোসেনের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্ব আলোচনায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি,এসময় মন্ত্রী মরহুম আলী হোসেনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আলী হোসেন জীবনের পুরো সময় দেশ, জাতি ও এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার হঠাৎ মৃত্যুতে আমরা হারিয়েছি একজন গুরুত্বপূর্ণ সংগঠক ও সেবক ব্যক্তিকে।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ইউনুস ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়্যুম চৌধুরী, লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী,লাকসাম পৌর মেয়র আবুল খায়ের,লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড.রফিকুল ইসলাম হীরা,মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি মহোদয়ের উন্নয়ন সমন্বয় কারী মোঃকামাল হোসেন, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় সদস্য শাহাদাত হোসেন, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম কাদের চৌধুরী, উপজেলা ছাত্র লীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব।পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল মজিদ খাঁন রাজু।
জানাযায় নামাজ শেষে মরহুমের কপিনে পুষ্পস্তবক অর্পণ করেন লাকসাম -মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য মরহুম আলী হোসেন ছাত্র জীবন থেকেই একজন সাংস্কৃতিক মন ও যোগ্য সংগঠক ছিলেন। তিনি কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রামস্থ লাকসাম ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতাসহ অসংখ্য সংগঠনের উদ্যোক্তা ছিলেন এবং দেশ-জাতীর কল্যানে নিরলসভাবে কাজ করতেন।।