অপপ্রচারের অভিযোগে সম্ভাব্য প্রার্থী সাজ্জাদ হোসেনের জিডি
Published : Thursday, 3 June, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার ও মানহানির অভিযোগ এনে একটি অনলাইন নিউজ পোর্টালের কথিত ‘সাংবাদিক’ পার্থ বড়–য়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়রি (জিডি) করেছেন ওই আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্যাশী সাজ্জাদ হোসেন। বুধবার (২ জুন) বুড়িচং থানায় এই জিডি করেন তিনি।
সাজ্জাদ হোসেন বর্তমানে দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আসন্ন উপনির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় ব্যাপক গণসংযোগও করছেন।
আবদুল মতিন খসরুর মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে আগামী ১৪ জুলাই উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জিডিতে সাজ্জাদ হোসেন উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল সকালে ঈঁসরষষধহবংি৩৬৫(সত্যের খোঁজে) নামে একটি অনলাইন পোর্টালে পার্থ বড়–য়া নামে কথিত এক সাংবাদিক ‘কুমিল্লা-৫ আসনে খুনী ও মাদকের গডফাদার উপনির্বাচনে উৎকন্ঠা ও আতংক’ হেডলাইন করে আপত্তিকর ও মানহানিকর কথাবার্তা লিখে পোস্ট করে। এতে তার(সাজ্জাদ হোসেন) নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ মান সম্মানের উপর আঘাত আনে। লেখাটি পার্থ বড়–য়া সমর্থিত আরো অনেকে শেয়ার করছেন।
এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ হোসেন বলেন, ‘এই নিউজের বিষয়ে পার্থ বড়–য়া আমরা কোন বক্তব্য নেয়নি। এমনকি এ নামে কোন সাংবাদিক আমার পরিচিতও না। তাছাড়া তার কোন ঠিকানাও খুঁজে পাওয়া যায়নি। তবে যেহেতু সামনে নির্বাচন আমার অনেক প্রতিপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের কাজ করে থাকতে পারে।’
জিডির বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আদালত থেকে তদন্ত অনুমতি পাওয়ার পর আমরা এই বিষয়ে কাজ করবো।