Published : Saturday, 5 June, 2021 at 12:00 AM, Update: 05.06.2021 1:56:30 AM
ইসমাইল
নয়ন।। কুমিল্লার বুড়িচং - ব্রাহ্মণপাড়ার সাধারণ মানুষের মধ্যে খাদ্য
সামগ্রী বিতরণ ও গণসংযোগ করেন বিশিষ্ট শিল্পপতি কুমিল্লা-৫
(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপ-নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী
মুক্তিযোদ্ধার সন্তান মাহতাব হোসেন।
তিনি গতকাল শুক্রবার দিনব্যাপী
দুই উপজেলার সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। এবং তিনি বুড়িচং
উপজেলার ভারেল্লা উওর ইউনিয়নে অসহায় ও গরিব মানুষের পাশে দাড়ান, তিনি উক্ত
ইউনিয়নের ৫০০ শত মানুষের মাঝে মজিব শতবর্ষ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারেল্লা উওর ইউনিয়নে চেয়ারম্যান শাহ কামাল ও
পরিষদের সদস্যরা। মহতাব হোসেন সাধারণ মানুষের সুখদুঃখের খোঁজখবর নেন, এবং
ভারেল্লা কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন ও উক্ত মসজিদে
উন্নয়ন কল্পে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেয় । তিনি আরো বলেন, তরুণরাই
আগামীদিন নির্মাণের সুদক্ষ কারিগর। তরুণদের সুযোগ দিলে আগামী দিনগুলো হবে
সুন্দর। আমাকে সুযোগ দিলে মুক্তিযুদ্ধের চেতনায় বুড়িচং ব্রাহ্মণপাড়াকে
উন্নয়নের চূড়ার দিকে এগিয়ে নিয়ে যাব। আমি দুই উপজেলাবাসীর সুখে দুঃখে
ছিলাম, আছি এবং থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা
আমাকে যদি কুমিল্লা-৫ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন আর বুড়িচং
ব্রাহ্মণপাড়ার মানুষ যদি আমার পাশে থাকেন তাহলে আমি বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে
উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।
উল্লেখ্য, গত বছরের করোনা মহামারির
সেই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের দোরগোড়ায় নিজস্ব অর্থায়নে পৌঁছে
দিয়েছিলেন খাদ্য উপহারসহ নগদ অর্থের সহযোগিতা। এ বছরও তিনি নিজের জীবনের
তোয়াক্কা না করে অসহায় পরিবারের হাতে পৌঁছে দিয়েছেন ঈদ উপহার , কুমিল্লার
-৫ এ সাধারণ মানুষ মহতাব হোসেনকে একজন মানবিক মাহতাব হিসেবে চিনে।
মাহতাব
হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি গ্রামের
মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক
লীগের জাতীয় কমিটির সম্মানিত সদস্য ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের
যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইকরা ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের
চেয়ারম্যান ও সাউথ ভিউ টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং
আরও কয়েকটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।