ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে স্যাইল্যান্ট হ্যান্ডস সাপোর্টের অর্থায়নে ঘর নির্মাণ
Published : Monday, 7 June, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
স্যাইল্যান্ট হ্যান্ডস সাপোর্ট এর অর্থায়নে আগুনে পুড়ে যাওয়া ঘর ফিরে পেলেন এক পরিবার।
গত দেড় মাস পূর্বে কুমিল্লা জেলার তিতাস উপজেলার রসূলপুর গ্রামের মুড়ি বিক্রেতা মহিউদ্দিন এর ঘরে আগুন লাগে। ঘরে থাকার ব্যবসা করার টাকা, ঘরের সব মালামালসহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। পরনের কাপর ছাড়া তার আর কিছুই থাকেনি। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে মানুষের বাড়িতে গিয়ে থাকতেন মহিউদ্দিন। এ খবর পেয়ে সামাজিক উন্নয়নমূলক সংস্থা স্যাইল্যান্ট হ্যান্ডস সাপোর্ট ছুটে আসেন তাকে সহযোগিতা করতে। শনিবার উক্ত সংস্থা মহিউদ্দিনের পরিবারের পুনবাসনের জন্যে একটি বসত ঘর, একটি রান্না ঘর, একটি টিউবয়েল এবং একটি পাকা টয়লেট আনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দেন।  হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম, সংস্থার ভাইস চেয়ারম্যান মো: নাহিদুল ইসলাম এবং কুমিল্লার আঞ্চলিক প্রতিনিধি মো: নুরুদ্দিন।