ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮ জন
Published : Saturday, 5 June, 2021 at 12:00 AM, Update: 05.06.2021 1:56:44 AM
কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮ জননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮ জন। মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিন শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতৃবৃন্দ। আগামী ১৪ জুলাই এ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপ নির্বাচন উপলক্ষ্যে গতকাল ৪ জুন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। চলবে আগামী ১০ জুন পর্যন্ত।জানা গেছে, কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় গতকাল ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রয়াত আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, প্রয়াত আবদুল মতিন খসরুর ভাই এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, ড. এস এম জাহাঙ্গীর, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর।
কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮ জনপ্রসঙ্গত, গত ১৪ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের এমপি ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু। মৃত্যুর এক সপ্তাহ পর ২২ এপ্রিল এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ২ জুন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জুলাই বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রয়াত আবদুল মতিন খসরু এ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে শূন্য হওয়া আসনে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আশায় প্রচার প্রচারণা চালাচ্ছেন দুই ডজনের বেশি আওয়ামী লীগ নেতা। এ নিয়ে চলছে মুখরোচক আলোচনা। এখন দেখার বিষয় কে হচ্ছেন আবদুল মতিন খসরুর উত্তরসূরী, কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন।