ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
Published : Saturday, 5 June, 2021 at 6:46 PM
কুমিল্লায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেফতারমাসুদ আলম।।
কুমিল্লায় ছিনতাই হওয়া সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত দুই ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
আটক দুই ছিনতাইকারী হলেন, কুমিল্লার আদর্শ সদর উপজেলার সুজানগর এলাকার রফিক মিয়ার ছেলে আব্দুস সামাদ (৩৫) এবং একই এলাকার আবুল কাশেমে ছেলে শাহজাহান ওরফে কাল্লু (৩৪)।
কুমিল্লা জেলা পুলিশের ডিআইও ওয়ান মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, মামলার বাদী ফরহাদ হোসেন বাবু তাহার সিএনজি চালিত অটোরিকশা গত ৩ জুন  দুপুরে সদর উপজেলার শিবের বাজার এলাকা সুজানগর পানির ট্যাংকির সামনে শশ্মান গলির সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে। ধারালো ছুরি প্রদর্শন এবং হত্যার ভয় দেখিয়ে ছিনতাইকারীরা পরস্পর একে অন্যের সহায়তায় সিএনজি চালিত অটোরিকশা, সঙ্গে থাকা ৪৯৫ টাকা, মোবাইল ফোন ছিনাইয়া নিয়া যায়।
খবর পেয়ে কোতয়ালী থানার টহল পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী আব্দুস সামাদ ও শাহজাহানকে গ্ৰেফতার করে এবং অপর আসামী কৌশলে পালাইয়া যায়।
তিনি জানান, গ্ৰেফতারের পর পুলিশ ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, মোবাইল ফোন ও সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এসময় তারা বিভিন্ন সময়ে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়।
ভুক্তভোগী সিএনজি চালিত অটোরিকশা চালক মোঃ ফরহাদ হোসেন বাবু (২৪) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জয়পুর গ্ৰামের  রফিকুল ইসলাম ওরফে সফিকর ছেলে। ছিনতাইয়ের ঘটনায়  ফরহাদ কুমিল্লা কোতয়ালী থানায় মামলা করেন।