ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুর কোর্ট স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
Published : Tuesday, 8 June, 2021 at 7:02 PM
চাঁদপুর কোর্ট স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুমানিক দাস ॥ 
চাঁদপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত ৭ জুন সোমবার রাত ১০ টার দিকে চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তার আনুমানিক বয়স (৫৫) হবে। তবে ওই অজ্ঞাত বৃদ্ধের কোন নাম পরিচয় পাওয়া যায়নি। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে দশটার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন থামে। যাত্রা বিরতি শেষে বড় স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করলে ওই অজ্ঞাত বৃদ্ধ দৌড়ে ট্রেনের বগিতে উঠার জন্য চেষ্টা করলে পা পিছলে তার নিচে চলে যায়। ট্রেন ছেড়ে দেয়ায় অনেকটা চলন্ত অবস্থায় অসাবধানতাবশত ট্রেনের পাদানিতে তার লুঙ্গি আটকে সে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার দুটি পা ও মাথায় আঘাত প্রাপ্ত হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়ে পড়েন।পরে প্রত্যক্ষদর্শীরা তাকে তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। 

চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ মুরাদ উল্যাহ বাহার জানান, আন্তঃনগর মেঘনা ট্রেনের নিচে পড়ে যাওয়া অজ্ঞাত ব্যক্তিকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গতকাল মঙ্গলবার সকালে ওই অজ্ঞাত ব্যক্তিটি মারা যায়। হাসপাতাল থেকে আমরা লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছি। একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে এখনো তার পরিচয় সনাক্ত করা যায়নি। তার লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।