Published : Tuesday, 8 June, 2021 at 7:04 PM, Update: 08.06.2021 7:05:39 PM
মানিক দাস ॥ চাঁদপুরে দুর্বৃত্তদের পেট্টোলের আগুনে পুড়ে ৯ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত ৭ জুন সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল হোসেন খোকন নামের ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। তিনি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের মুদি দোকানী ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম সকদী গ্রামে মুদি দোকানদার ইকবাল হোসেন খোকনকে (৫৬) দোকানের ভেতরে রেখে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর একই স্থানে ৩ জুন রাত আনুমানিক ১০টার দিকে একই বাড়ির রোকেয়া বেগমদের ভিটা বাড়িতে লাগানো বেশ কয়েকটি ফলজ গাছ কর্তন করে।
ব্যবসায়ী ইকবাল হোসেন খোকনের ছেলে মঞ্জুর আলম জানান, তাদের পাশের বাড়ির দেলোয়ার হোসেন খান (৩৫), রশিদ খান (৬০), মুহসালিন (১৮), শহীদুল্লাহ (৫৮), কামাল খান (৩০), খোকন খান (২৫), সুমন খান (৩৫), শরিফ খান (২৮), আরিফ খান (২২) এর সাথে খোকনের চাচাতো বোন রোকেয়া বেগমের খরিদ সম্পত্তি একই বাড়ির রশিদগং জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করে। সে ঘরটি তারা ভেঙে ফেলে। এ ঘর ইকবাল হোসেন খোকনের নেতৃত্বে ভাঙা হয়েছে বলে রশিদ খান, শহীদুল্লা খান, দেলু খানও মোরসালিনসহ অনেকে ক্ষিপ্ত হয়ে খোকনকে হুমকি-ধমকি দিয়ে দোকানের ভেতরে খোকনকে রেখে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে ইকবাল হোসেন খোকনের পুরো শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন ও তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার এএসআই কাউছার বলেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তখন আমার ডিউটি থাকায় গিয়েছিলাম। যে ঘটনা ঘটেছে তা সত্য। ৭ জুন সোমবার রাত সাড়ে ৮টায় মৃত ইকবাল হোসেন খোকনের মরদেহ তার পরিবারের লোকজন ঢাকা থেকে সরাসরি চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুজন কান্তি বড়ুয়া বলেন, লাশের ময়না তদন্ত যেহেতু ঢাকায় সম্পন্ন হয়েছে আপনারা আগে লাশ দাফনের ব্যবস্থা করুন। মামলা দেওয়া যাবে। পরে ইকবাল হোসেন খোকনের লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে মৃত ইকবাল হোসেন খোকনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।