ইসমাইল নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ও প্রশিক্ষণ প্রাপ্ত জেলেদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ৮ জুন মঙ্গলবার সকালে উপজেলার ৬০ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও এ উপকরণ বিতরণ করা হয়।
উপরকণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া সিদ্দিকা প্রধান অতিথি হিসেবে জেলেদের মাঝে সেলাই মেশিন অন্যান্য উপকরণ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক। পরিচালনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের হিসাব সহকারী জহিরুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী সাফুল ইসলাম প্রমুখ।