ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চিকিৎসক সেজে করোনার জাল সনদ, ৪ জন রিমান্ডে
Published : Tuesday, 8 June, 2021 at 8:14 PM
চিকিৎসক সেজে করোনার জাল সনদ, ৪ জন রিমান্ডেচিকিৎসক সেজে করোনার জাল সনদ বিক্রির অভিযোগে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার চারজনকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন- মো. ইলিয়াস, দীপক চন্দ্র বৈদ্য, জাকির হোসেন ও নুরনবী।

এর আগে ওই চার আসামিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই হযরত আলী মিলন।  আবেদনে বলো হয়, আসামিরা অত্যন্ত চতুর প্রকৃতির। তারা একটি সংঘবদ্ধ জাল সনদ জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিরা নিজেরাই ডাক্তার সেজে কোভিড-১৯ এর জাল সনদ তৈরিসহ বিদেশগামী যাত্রীদের কাছে তা বিক্রি করে নিজেরা লাভবান হওয়ার জন্য প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করতো। এ অবস্থায় মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন, সংঘবদ্ধ জালিয়াত চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার ও আসামিদের কাছে থাকা আরও জাল সনদ উদ্ধারের জন্য তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

উল্লেখ্য, সোমবার তেজগাঁও থানাধীন পুরাতন এয়ারপোর্ট রোডের বিজয় সরণির ‘সিএসবিএফ হেলথ সেন্টার’ নামে প্রতিষ্ঠানের সামনে থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় নায়েব সুবেদার সামসুল আলম তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।