রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার প্রবহমান পদ্মা ও যমুনা নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের এক বাঘাইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়।
মঙ্গলবার সকালের দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে জাহিদ হালদারের জালে ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে।
জেলে জাহিদ হালদার বলেন, সোমবার দিবাগত মধ্যরাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। রাতে ফ্যাশন জাল ফেলে বসে থাকলে সকাল ৯টার দিকে জালে জোরে একটা ধাক্কা মারে, তখন বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে সকাল ১০টার দিকে জাল একটু সময় নিয়ে জাল তুলতেই দেখি বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ।
তখন মাছটি দৌলতদিয়ার মাছের আড়তে নিয়ে গেলে সেখানে মাছটি উন্মুক্ত নিলামে ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহানের নিকট বিক্রি করে দেই।
দৌলতদিয়া ৫নং ফেরী ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান বলেন, জেলে জাহিদের কাছ থেকে মাছটি ১২০০ টাকা কেজিতে কিনেছি নিয়েছি। এখন ১২৫০ টাকা কেজি দরে ঢাকায় বিক্রি করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, পদ্মা ও যমুনা নদীর মোহনায় ইদানিং জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। তবে এতোবড় বাঘাইড় মাছ নদীতে খুব কম হয় বলে জানান তিনি।