ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কন্যা সন্তান জন্ম দেয়ায় পুরস্কৃত হলেন মা
Published : Tuesday, 8 June, 2021 at 8:22 PM
কন্যা সন্তান জন্ম দেয়ায় পুরস্কৃত হলেন মাকুড়িগ্রামের রাজারহাটে কন্যা সন্তান জন্ম দেয়ায় পুরস্কৃত হয়েছেন কোহিনুর বেগম নামের এক মা। পুরস্কার সামগ্রী হিসেবে ছিল একটি মগ, একটি গামলা ও একটি মশারি।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে বিদ্যানন্দ ইউনিয়নে কন্যা সন্তানের জন্ম উদযাপন শেষে ওই নারীর হাতে পুরস্কার সামগ্রী তুলে দেয়া হয়। এনজিও আরডিআরএসের বিবিএফজি প্রকল্প কর্তৃক এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ইউনিয়নের যুব ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আনোরুল ইসলাম রঞ্জু, আরডিআরএসের প্রতিনিধি ইউনিয়ন ফ্যাসিলিটেটর ফুল কুমার বিশ্বাসসহ স্থানীয়রা।


কন্যা সন্তান জন্ম দেয়া কোহিনুর বেগম বিদ্যানন্দ ইউনিয়নের পাড়া মৌলা গ্রামের তাইজুদ্দিনের স্ত্রী। তিনি বলেন, ‘আমাদের সমাজে কন্যা সন্তানকে বোঝা মনে করা হয়। কিন্তু আরডিআরএসের বিবিএফজি প্রকল্পের মাধ্যমে জনসচেতনতামূলক বিভিন্ন ধারণা থেকে আমি বুঝতে পেরেছি কন্যা সন্তানকে শিক্ষার মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হয়।’

আরডিআরএসের প্রতিনিধি ইউনিয়ন ফ্যাসিলিটেটর ফুল কুমার বিশ্বাস বলেন, ‘আরডিআরএসের বিবিএফজি প্রকল্পের মাধ্যমে সমাজে জন সচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। যাতে সমাজের লোকজন কন্যা সন্তানের প্রতি গুরুত্ব দিয়ে লিঙ্গ বৈষম্য চিন্তা ভাবনার গতানুগতিক ধারণা থেকে বেড়িয়ে এসে কন্যা সন্তানের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। এরই পরিপ্রেক্ষিতে কন্যা সন্তান জন্ম দেয়া কোহিনুর বেগমকে পুরস্কৃত করা হলো।’