আগামী আগস্টে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তার আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে তারা। সামনের ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সিরিজের জন্য নতুন করে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আজ (মঙ্গলবার) ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে অস্ট্রেলিয়ার ২৯ সদস্যের নাম প্রকাশ করা হয়। ২৮ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দেওয়ার আগে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। ওই সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলে সরাসরি বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার।
শুরুতে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও বিসিবি আলোচনা করে আরও দুটি টি-টোয়েন্টি বাড়িয়ে নিয়েছে। যদিও এখনও সিরিজের সূচি চূড়ান্ত হয়নি।
ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল আগেই। এবার ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের টি-টোয়েন্টির জন্য আরও ৬ জনকে যুক্ত করা হয়েছে। এরা হলেন- বেন ম্যাক ডারমট, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ক্যামেরন গ্রিন, অ্যাস্টন টার্নার, ওয়েস অ্যাগার ও নাথান এলিস।
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার প্রাথমিক দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ময়জেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাক ডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ডি’আর্চি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।