বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গত জানুয়ারি মাস থেকে চালু করেছে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ খেতাব। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে মে মাসে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ খেতাবের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মে মাসের সেরা হওয়ার লড়াইয়ে তার সঙ্গী হিসেবে আছেন হাসান আলী ও প্রাভিন জয়াবিক্রমা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে বড় ভূমিকা ছিল মুশফিকের পারফরম্যান্স। প্রথম ওয়ানডেতে ৮৪ রানের পর দ্বিতীয় ম্যাচে খেলেন ১২৫ রানের দুর্দান্ত এক ইনিংস। আর তাতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে তামিম ইকবারের দল।
শেষ ম্যাচটিতে অবশ্য ২৮ রানের বেশি করতে পারেননি মুশফিক। যে কারণে বাংলাদেশ দলকেও হারতে হয়েছে। সবমিলিয়ে ২৩৭ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতেন তিনি। এমন একটি সিরিজ খেলার পর, এবার তার সামনে আরও বড় অর্জনের হাতছানি।
হাসান আলী সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পারফরম্যান্সে। দুই টেস্ট খেলে ১৪ উইকেট নিযেছেন এই পেসার। অন্যদিকে লঙ্কান ক্রিকেটার প্রাভিন জয়াবিক্রমা এক ম্যাচ খেলেই এই তালিকায় জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্টে পাল্লেকেল্লেতে দুই ইনিংসেই ৫ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। সব মিলে ১১ উইকেট নিয়ে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’খেতাবের তালিকায় ঢুকে গেছেন তিনি।
চলতি বছর এই পুরস্কার চালু হওয়ার পর থেকে প্রথম তিন মাসে এটি জিতেছেন ভারতীয় ক্রিকেটাররা। পুরুষ ক্রিকেটারদের মধ্যে জানুয়ারিতে ঋষভ পান্ত, ফেব্রুয়ারিতে রবিচন্দ্রন অশ্বিন ও মার্চে ভুবনেশ্বর কুমার পুরস্কার জেতেন। এপ্রিলে এই পুরস্কার ওঠে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের হাতে।
পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি নারী ক্রিকেটরাদের জন্যও এর প্রচলণ রয়েছে। মে মাসের সেরার লড়াইয়ে আছেন আইরিশ দুই ক্রিকেটার লিয়া পল ও লেগ স্পিনিং অলরাউন্ডার গ্যাবি লুইস। এছাড়া স্কটিশ অলরাউন্ডার ক্যাথরিন ব্রাইসও আছেন সংক্ষিপ্ত তালিকায়।
প্রসঙ্গত, চলতি বছর থেকেই আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করেছে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। সেরা তিনে স্থান পাওয়া ক্রিকেটারদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয়ে থাকে। ভক্ত-সমর্থকরা এখন রপপ-পৎরপশবঃ.পড়স/ধধিৎফং এই লিঙ্কে গিয়ে তাদের সেরা ক্রিকেটারের পক্ষে ভোট দিতে পারবেন।