ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অবশেষে ইংল্যান্ড সফরের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা
Published : Wednesday, 9 June, 2021 at 12:43 PM
অবশেষে ইংল্যান্ড সফরের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণাশ্রীলঙ্কা ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তি ও বেতন কমানো নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। আন্দোলনে নেমেছিলেন খেলোয়াড়রা। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সঙ্গে দ্বন্দ্ব বিদ্যমান থাকার মধ্যে চুক্তি ছাড়াই ইংল্যান্ড সফরে যেতে রাজি হয়েছেন লঙ্কান ক্রিকেটাররা। আপাতত চুক্তিতে স্বাক্ষর না করার শর্তে ইংল্যান্ড যেতে রাজি তারা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ২৪ জনের দলও ঘোষণা করেছেন জাতীয় নির্বাচকরা।

২৩ জুন টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা।

শ্রীলঙ্কা দল: 
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, আভিষ্কা ফার্নান্ডো, পাথুম নিশানকা, নিরোশান ডিকবেলা, ধনঞ্জয়া ডি সিলভা, ওশাডা ফার্নান্ডো, চারিথ আসালানকা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, রামেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, ধনঞ্জয়া লাকশান, ইশান জয়ারত্নে, দুষ্মন্ত চামিরা, ইসুরু উদানা, আসিথা ফার্নান্ডো, নুয়ান প্রদীপ, বিনুরা ফার্নান্ডো, শিরান ফার্নান্ডো, লাকশান সান্দাকান, আকিলা ধনঞ্জয়া, প্রবীণ জয়াবিক্রমা।