ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মিরপুরে দেয়াল ধসে শিশুর মৃত্যু
Published : Wednesday, 9 June, 2021 at 12:47 PM
মিরপুরে দেয়াল ধসে শিশুর মৃত্যুরাজধানীর মিরপুরে ভবনের দেয়াল ধসে নাজমা (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। 

মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম কাজীপাড়ায় একটি পুরাতন ভবনের দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয় নাজমা। 

নাজমা নেত্রকোনার দূর্গাপুর উপজেলার বন্ধ-উশান গ্রামের রিকশাচালক জিন্নাত আলীর মেয়ে। এক ভাই তিন বোনের মধ্যে দ্বিতীয় নাজমা। সে পড়ালেখা করতো এবং বাসায়ই থাকতো।

পরিবার জানিয়েছে, সন্ধ্যায় বাসার পাশে একটি পুরাতন ৪তলা ভবনের পাশ দিয়ে যাচ্ছিল শিশুটি। তখন ভবনটির দেয়ালের একাংশ ধসে পড়ে তার গায়ের ওপর। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৩টার দিকে মৃত্যু হয় তার।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক এসআই মো. বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় গত রাত ৮টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।