ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উত্তরপ্রদেশে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭
Published : Wednesday, 9 June, 2021 at 1:53 PM
উত্তরপ্রদেশে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭ভারতের উত্তরপ্রদেশে কটি জেসিবি লোডারের (অটো) সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। মঙ্গলবার (৮ জুন) রাতে এ ঘটনা ঘটে। খবর দ্য হিন্দু'র।

কানপুরের সাচেন্দি এলাকায় একটি জেসিবি লোডারের (অটো) সঙ্গে দিল্লিগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানায়, লখনৌ থেকে রাজধানী দিল্লিতে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। কানপুরের সাচেন্দি এলাকায় গেলে বিপরীত দিকে থেকে আসা জেসিবি লোডারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।