আশুলিয়ায় একটি বাগান থেকে অজ্ঞাত এক নারীর (২০) লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বুধবার সকালে আশুলিয়ার ভলিভদ্র বাজার সুগন্ধীর মোড় এলাকায় ড. সামসুদ্দিনের বাগান থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক কলহের জেরে নির্যাতনে মৃত্যু হলে বাগানে ওই নারীর লাশ ফেলে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।
জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা ড. সামসুদ্দিনের বাগানে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত নারীর গলায় ক্ষতের চিহ্ন রয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক সুব্রত রায় জানান, নারীর পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে— ওই নারী এলাকায় কোনো এক বাড়ির ভাড়াটিয়া।
পারিবারিক কলহের জেরে নির্যাতনে মৃত্যু হলে ওই বাগানে লাশ ফেলে রাখা হয়েছে।
নিহতের লাশ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।