ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
Published : Wednesday, 9 June, 2021 at 8:49 PM
কুমিল্লায় বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনমাসুদ আলম।। 
কুমিল্লায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭, বালক-বালিকা) শুরু হয়েছে।
বুধবার (৯ জুন ) সকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। একই সাথে কুমিল্লা হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বালিকা বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ে কুমিল্লা সিটি কর্পোরেশন ও ১৭ উপজেলা ফুটবল দল অংশ নিচ্ছে। বুধবার বালক বিভাগের চারটি ও বালিকা বিভাগের চারটি খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন। জেলা ক্রীড়া সংস্থার সদস্য অনুষ্ঠান পরিচালনা করেন দেলোয়ার হোসেন জাকির।