মানিক দাস ॥ চাঁদপুরে নতুন বিল্ডিং এ টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৯ জুন বুধবার সকালে মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদি দক্ষিণ ইউনিয়নের করবন্দর গ্রামে মাসুদুর রহমান পাটোয়ারী বাড়ীতে। টাইলসের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত টাইলস কাটার বৈদ্যুতিক মেশিন চালু করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই এলাকার বেপারী বাড়ির আবুল কাশেম বেপারীর দ্বিতীয় ছেলে সাজ্জাদ হোসেন বেপারী (২৮)।
জানা যায়, একই গ্রামের আবুল কাশেম বেপারীর ছেলে সাজ্জাদ বেপারী দীর্ঘদিন যাবৎ টাইলস মিস্ত্রির কাজ করে আসছেন। ঘটনার দিন ঐ গ্রামের মাসুদুর রহমান পাটোয়ারীর বাড়ীতে টাইলসের কাজ করতে গিয়ে টাইলস কাটার মেশিনের তারে বিদ্যুৎপিষ্ট হয় সাজ্জাদ বেপারী। পরে সাজ্জাদ বেপারীর স্বজনরা তাকে মুমূর্ষ অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চাঁদপুর মডেল থানার এস আই আওলাদ হোসেন বলেন, মৃত সাজ্জাদ হোসেনের লাশ আমরা পুলিশি হেফাজতে নিয়ে এসেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। আমি জানতে পেরেছি লাশের অভিভাবকরা লাশ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করতে গিয়েছেন।