চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বার্ডের প্রশিক্ষণ কর্মশালা
Published : Thursday, 10 June, 2021 at 12:00 AM
মাসুদ আলম ||
চরের জীবনমান উন্নয়নে বার্ডের প্রশিক্ষণ জাতিগঠনমূলক পাঁচটি সরকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে ‘চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কৃষি ও অকৃষি অভিযোজন কার্যক্রম’ একদিন ব্যাপী শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুন) কুমিল্লা জেলার দাউদকান্দি হাসনাবাদ গ্রামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি বার্ড কুমিল্লার অভিযোজন পদ্ধতিতে চরাঞ্চলের মানুষের জীবিকার মানান্নয়ন শীর্ষক প্রয়োগিক গবেষনা প্রকল্পের ৫০ জন সুফলভোগীর সমন্বয়ে বাস্তবায়িত হয়। প্রশিক্ষণে দাউদকান্দি উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা ও প্রাণি সম্পদ উন্নয়ন কর্মকর্তা তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে সমাপনী বক্তব্য রাখেন, কুমিল্লা বার্ডের উপ-পরিচালক ও প্রকল্প পরিচালক মো. রিয়াজ মাহমুদ এবং বার্ডের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ।