ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে ভূমি সেবা সপ্তাহ পালিত চালু হলো অনলাইনে জমির খাজনা পরিশোধ
Published : Thursday, 10 June, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,” এই স্লোগানকে সামনে রেখে দেবিদ্বারে ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত হয়েছে। গত ৬ জুন রোববার থেকে শুরু হয়ে চলবে ১০ জুন বৃহস্পতিবার পর্যন্ত। এ উপলক্ষে বুধবার (৯জুন) বেলা সাড়ে ১১টার দিকে ভূমি অফিস কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ভূমি সেবা সপ্তাহের প্রচারণাপত্র বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দীন।
ভূমি অফিস সূত্রে জানা যায়, আগামী ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হয়ে যাবে। এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল  শ্রেণীর ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানানো হয়। এ জন্য জমির মালিকগণ ইউনিয়ন ভূমি অফিসে না গিয়ে যেকোন জায়গা থেকে ঘরে বসে ষধহফ.মড়া.নফ  লগইন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। অথবা কারও যদি লগইন করতে সমস্যা হয় তাহলে তিনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে অথবা ৩৩৩ বা ১৬১২২ নম্বরে ফোন করেও রেজিষ্ট্রেশন করতে পারবেন। সারাদেশের ন্যায় দেবিদ্বারেও ভূমি মালিকদের তথ্য সংগ্রহ করে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখের কপি দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য দেবিদ্বার উপজেলার জমি মালিকদের আহ্বান জানানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, জমির মালিকগণ যাতে খাজনা পরিশোধ করতে এসে হয়রানির শিকার না হন সেজন্য ভূমি মন্ত্রনালয় অনলাইনে খাজনা পরিশোধের ব্যবস্থা চালু করেছেন। এতে করে জনগণের ভোগান্তি অনেকটা কমে যাবে। তিনি আরও বলেন, ভূমি সেবা সপ্তাহ ২০২১” এর মূল লক্ষ্য হচ্ছে শতভাগ ভূমি মালিকদের রেজিষ্ট্রেশন করা। দেবিদ্বার উপজেলার জনগণ ঘরে বসে অনলাইনের মাধ্যমে বা তাদের নিকটস্থ সংশ্লিষ্ট ইউডিসি'র সহায়তা নিয়ে নিজেদের হোলডিং রেজিষ্ট্রেশন করতে পারবেন। সরকারের নির্দেশনা মোতাবেক আগামী বছর থেকে কেউ আর অফলাইনে খাজনা দিতে পারবে না। প্রত্যেককেই অনলাইনে খাজনা পরিশোধ করতে হবে, যার পূর্ব প্রস্তুতি হিসেবে প্রত্যেকের খতিয়ান ও হোল্ডিং অনলাইনে আপডেট করতে হবে। জনগণের স্বার্থে সরকারের এই মহৎ উদ্দ্যোগকে শতভাগ সফল করতে আমরা এ উপজেলার নাগরিকদের সহায়তা কামনা করছি। এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন জমি মালিকগণ।