ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে ভূমি সেবা সপ্তাহ পালিত, চলছে প্রচার প্রচারণা
Published : Thursday, 10 June, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার লালমাইয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত হয়েছে পাশাপাশি চলছে ব্যাপক প্রচার প্রচারণা।
গত রবিবার জেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লার লালমাই উপজেলার অস্থায়ী কার্যালয়ে ভার্চুয়ালী সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
উদ্বোধনী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ৯ মে বুধবার সেবা সপ্তাহের প্রচারণায় অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব। উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আইউব আলী, ভুলইন দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ একরামুল হক, নাজির রতন কুমার সিংহ,  সার্ভেয়ার আরিফ হোসেন প্রমুখ।
তিনি বলেন আগামী ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে।
এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান লালমাই উপজেলার ইউএনও।