বুড়িচংয়ে ভূমি সেবা সপ্তাহ পালিত
Published : Thursday, 10 June, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই স্লোগানকে সামনে রেখে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ (৬ জুন থেকে ১০ জুন) পালিত হয়েছে।
সোমবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা ভূমি অফিস কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ সাবিনা ইয়াছমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা তাহমিদা আক্তার।
এছাড়া বুধবার ভূমি সেবা সাপ্তাহ উপলক্ষে বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নের ৮ ভূমি অফিসে জনসাধারণের আগ্রহ নিয়ে অনলাইনে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় সুষ্ঠু সুন্দর ভাবে সমাধান করেন। ভূমি অফিস সেবা নিতে জন সাধারণকে মাইকিং করে আহবান জানান এবং ভূমি সংক্রান্ত লিফলেট বিতরণ করেন।
বুড়িচং সদর ইউনিয়ন এর ভূমি অফিসে কার্যক্রম পরিচালনা করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সহযোগিতা করেন ইউনিয়ন উপসহকারী কর্মকর্তা শাহ মোঃ মাইন উদ্দিন, অফিস সহায়ক মোঃ লিয়াকত আলী, সাইফুল ইসলাম।
ময়নামতি ইউনিয়ন ঃ- ময়নামতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মহিবুর রহমান, উপসহকারী কর্মকর্তা এম জসিম উদ্দিন, অফিস সহায়ক তাহমিনা আক্তার, নাছরিন সুলতানা, মোঃ নাঈম উদ্দিন।
পীর যাত্রাপুর ইউনিয়ন ঃ- ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শায়েস্তা খান, অফিস সহায়ক মোঃ জয়নাল আবেদীন, আব্দুল মান্নান।
বাকশীমুল ইউনিয়ন ঃ- ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপসহকারী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, অফিস সহায়ক আবুল খায়ের, তোফায়েল আহমেদ।
ষোলনল ইউনিয়ন ঃ-ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা লাইলি আক্তার, অফিস সহায়ক সাহিদা শিরিন, মাজহারুল ইসলাম।
ভারেল্লা ইউনিয়ন ঃ- ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা লাভলী আক্তার, অফিস সহায়ক মোঃ হুমায়ুন কবির ও মনোয়ারা বেগম।
মোকাম ইউনিয়ন ঃ-ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, উপসহকারী কর্মকর্তা, অফিস সহায়ক জাহাঙ্গীর আলম, আজহারুল ইসলাম।
রাজাপুর ইউনিয়ন ঃ- ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, অফিস সহায়ক জামাল হোসেন ও শিরিন আক্তার প্রমুখ।