ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বে প্রথম বিটকয়েনের বৈধতা দিল এল সালভাদর
Published : Thursday, 10 June, 2021 at 11:54 AM
বিশ্বে প্রথম বিটকয়েনের বৈধতা দিল এল সালভাদরব্যবসায়িক কাজে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনকে বিশ্বের প্রথম দেশ হিসেবে বৈধতা দিয়েছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুন) দেশটির জাতীয় পরিষদে এক ভোটাভুটিতে এই বৈধতা দেওয়া হয়।

এর আগে দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে ‘বিটকয়েন ২০২১’ শীর্ষক এক সম্মেলনে জানিয়েছিলেন, তিনি ডিজিটাল ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠান স্ট্রাইকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বিটকয়েনের মাধ্যমে নিজ দেশের আধুনিক আর্থিক অবকাঠামো তৈরি করতে চান।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে প্রচলনের জন্য প্রেসিডেন্ট নিজেই কংগ্রেসে বিল উত্থাপন করেন। পরে বিলটি ৮৪-৬২ ভোটে পাস হয়। এর মাধ্যমে আগামী ৯০ দিনের মধ্যে বৈধ হিসেবে বিটকয়েনের ব্যবহার শুরু হবে।