ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাথে সিসিএন পলিটেকনিকের উপবৃত্তি বিষয়ক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত
Published : Thursday, 10 June, 2021 at 6:27 PM
কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাথে সিসিএন পলিটেকনিকের উপবৃত্তি বিষয়ক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিতআবুল কালাম আজাদ।।
কুমিল্লার সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউটের সাথে কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিষয়ক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান কার্যক্রমে অন্তর্ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সিসিএন পলিটেকনিকের সাথে এই চুক্তি স্বাক্ষর হয়। 

কুমিল্লা অঞ্চলের ৪৪টি প্রতিষ্ঠানের সাথে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে স্বাক্ষর করেন কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো. রকিব উল্লাহ। সিসিএন পলিটেকনিকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. তারিকুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা পলিটেকনিকের উপাধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম চৌধুরী, সিসিএন পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী খাদেমুল ইসলাম চৌধুরী, কুমিল্লা পলিটেকনিকের পাওয়ার টেকনোলজির চিফ ইন্সট্রাকটর প্রকৌশলী মো. সাজিদ, ইলেকট্রিক্যাল টেকনোলজির চিফ ইন্সট্রাকটর প্রকৌশলী মো. আলী আজ্জম, সিসিএন পলিটেকনিকের অটোমোবাইল টেকনোলজির চিফ ইন্সট্রাকটর প্রকৌশলী মো. রিয়াজ উদ্দিন প্রমুখ।

এই চুক্তির ফলে সিসিএন পলিটেকনিকের শতভাগ ছাত্রী এবং ৭০% ছাত্র শিক্ষার্থী ক্লাশে সন্তোষজনক উপস্থিতি ও বিগত পর্ব সমাপনী পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ বিবেচনায় বাংলাদেশ সরকার হতে বৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য প্রতি সেমিস্টারে ৪,০০০/- টাকা উপবৃত্তি হিসেবে পাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, সিসিএন পলিটেকনিকের শিক্ষার্থীরা ২০১২ সাল থেকে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) হতে প্রতি মাসে ৮০০/- টাকা হারে বৃত্তি পেয়ে আসছে।