ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Published : Friday, 11 June, 2021 at 8:05 PM
দেবিদ্বারে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও দোয়া মাহফিলশাহীন আলম, দেবিদ্বার। 
কুমিল্লার দেবিদ্বারে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে  আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকাল সাড়ে ৫টায় দেবিদ্বার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে পুরাতন বাজারে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবকলীগ নেতা  মো. সোহরাব হোসেন ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেকলীগের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেনকুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন।    
 আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০০৮ সালের এই দিনে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্ত হন। এ দিনটি প্রকৃতপক্ষে শুধু শেখ হাসিনার কারামুক্তি দিবস নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস। বক্তারা  আরও বলেন, শেখ হাসিনা সারাজীবন ধরে গণতন্ত্রের জন্য ও মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। ২০০৭ সালে যেদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বন্দি করা হয়েছিল, সেদিন শুধু তাকেই নয়, গণতন্ত্রকেও বন্দি করা হয়েছিল।  
শেখ হাসিনাকে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিবীণা হিসেবে মন্তব্য করে বক্তারা বলেন,   শেখ হাসিনা যেভাবে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা বিশ্বের সামনে এক অনন্য নেতৃত্বের উদাহরণ। তিনি আজ শুধু প্রধানমন্ত্রী নন, আওয়ামী লীগের সভাপতি নন, তিনি বিশ্বনেতা। পরে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহরাব হোসেন ভূইয়া, মো. জহিরুল ইসলাম, আনিছুর রহমান, ছাত্রলীগ নেতা আনোয়ার  হোসেন বাপ্পু,  নাজমুল হাসান, আশিকুর রহমান, আমির হোসেন,  মো. রুবেল প্রমুখ।