ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা ফিরেছে
Published : Friday, 11 June, 2021 at 9:07 PM
আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা ফিরেছে বাইডেনের নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ইমেজ ফিরেছে। উন্নত বিশ্বের ১২ দেশে পরিচালিত জরিপে পিউ রিসার্চ এ তথ্য উঠে এসেছে। 

প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে রওনা দেয়ার প্রাক্কালে এই জরিপের সাথে তুলনা করা হয় গত বছর ট্রাম্প আমলে পরিচালিত জরিপের। বৃটেনে বাইডেনের পদার্পণের সময়েই জরিপ রিপোর্ট এসেছে গণমাধ্যমে। জো বাইডেন আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অবস্থানকে আবারও সুসংহত করার ক্ষেত্রে যথাযথ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে জরিপে অংশগ্রহণকারীদের ৭৫% উল্লেখ করেছেন। 

ট্রাম্প আমলের জরিপে এমন মনোভাব পোষণ করেছিলেন মাত্র ১৭%। ট্রাম্পের শেষের দিকে মাত্র ৩৪% মনে করতেন যে, আন্তর্জাতিক নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে অটুট রাখতে তৎপর রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবারের জরিপে সে হার বেড়ে ৬২% হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আস্থার অবস্থান ট্রাম্পের চেয়ে বাইডেনের দ্বিগুণেরও বেশী। 
জো বাইডেন বিজয়ের পরই গোটা বিশ্বে স্বস্তি ফিরেছে বলেও মন্তব্য করেছেন জরিপে অংশগ্রহণকারীরা। জরিপে অংশ নেন ফ্রাঞ্চ, ইটালি, যুক্তরাজ্য, জার্মানিসহ ১২ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা।