ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঘরের মাঠে লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ
Published : Saturday, 12 June, 2021 at 12:00 AM
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনেই লজ্জায় ডুবেছে স্বাগতিকরা। ১১ বছর পর ক্যারিবিয়ান সফরে যাওয়া দক্ষিণ আফ্রিকা উইন্ডিজকে অলআউট করেছে মাত্র ৯৭ রানে।
লুঙ্গি এনগিদি ১৯ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন। এটা ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার। অ্যানরিচ নর্টজে ৩৫ রান দিয়ে নিয়েছেন ৪টি। অপর উইকেটটি নিয়েছেন কাগিসু রাবাদা। তাতে ৪০.৫ ওভারে ৯৭ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজ। ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার সর্বোচ্চ ২০ রান করেন। ১৫টি করে রান করেন ক্রেইগ ব্রেথওয়েট ও শেই হোপ। ১৩টি রান আসে রাকিন কর্নওয়ালের ব্যাট থেকে। আর ১০ রান করেন এনক্রুমাহ বর্নার।
বিনা উইকেটে ২৪ রান তোলার পর উইকেট পতন শুরু হয় উইন্ডিজের। এরপর ৭৩ রানের মধ্যে ১০টি উইকেট হারায় তারা। জবাবে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ১২৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে। লিড নিয়েছে ৩১ রানের। ক্রিজে আছেন রাসি ফর দের ডুসেন (৩৪) ও কুইন্টন ডি কক (৪)।
আউট হয়েছেন ডিন এলগার (০), কিগান পিটারসেন (১৯), এইডেন মার্করাম (৬০) ও কাইল ভেরিনি (৬)। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জয়ডেন সিলস ৩টি উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন কেমার রোচ।