দেবিদ্বারে ১৫ ইউনিয়নে ৫হাজার বৃক্ষরোপন করবে ফয়জুন্নেছা ফাউন্ডেশন
Published : Saturday, 12 June, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ।
কুমিল্লার দেবিদ্বারে ১৫ টি ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেছে বাকসার ফয়জুন্নেছা ফাউন্ডেশন।
এরই অংশ হিসেবে শুক্রবার (১১জুন) বিকালে উপজেলার রাজামেহার, গুনাইঘর দক্ষিণ, গুনাইঘর উত্তর এ ৩টি ইউনিয়নে প্রায় ৮শ’ বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষরোপন ও বিতরণ করা হয়েছে।
নিউইর্য়াক প্রবাসী ডা.ফেরদৌস খন্দকারের সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^ বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার গাজী রাসেল বিন-সালাম। উপজেলা মহিলা যুবলীগের সদস্য শাহিনুর লিপি, শিক্ষিকা ও সমাজসেবক মিতা চৌধুরি, ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ডা. মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মো. মনিরুল ইসলাম, মো. রাসেল, যুবলীগ নেতা মো. শামীম সরকার প্রমুখ।
নিউইর্য়াক প্রবাসী ডা. ফেরদৌস খন্দকার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যেভাবে অবকাঠামোগত উন্নয়ন করছেন তেমনি পরিবেশের প্রতি বিশেষ নজর রাখছেন। প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন ও আগামী প্রজন্মের জন্য সবুজায়ন পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫ হাজার বৃক্ষ রোপন কার্যক্রমের অংশ হিসেবে ৩টি ইউনিয়নে ৮শ’ বৃক্ষচারা রোপন ও বিতরণ করা হয়েছে। এভাবে প্রতিটি ইউনিয়নের স্কুল-কলেজ, মাদরাসার আঙ্গিনা, সরকারি পতিত জমিসহ বিশেষ বিশেষ জায়গায় স্বেচ্ছাসেবী টিম বৃক্ষরোপন করবে।