হাসপাতালের মেঝেতেও জায়গা নেই
Published : Saturday, 12 June, 2021 at 12:00 AM
কঠোর
বিধিনিষেধ দিয়েও যশোরে করোনা পরিস্থিতির লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই
যশোর জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত রোগী বাড়ছে। করোনার উপসর্গ নিয়ে
শুক্রবার ২১ জন ভর্তি হয়েছেন। সাম্প্রতিক সময়ের মধ্যে এক দিনে এটি
সর্বোচ্চ ভর্তির সংখ্যা। হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে কোনো শয্যা
খালি নেই। এমনকি মেঝেতেও জায়গা নেই। ফলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে
হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে
জানা গেছে, এ হাসপাতালের করোনা ইউনিটে (রেড জোন) ৮০ শয্যার বিপরীতে ৭৬ জন
এবং আইসোলেশন ওয়ার্ডে (ইয়েলো জোন) ১৯ শয্যার বিপরীতে ৪৮ জন ভর্তি রয়েছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ আহমেদ বলেন, করোনার
উপসর্গ নিয়ে আজ শুক্রবার ১ দিনেই ২১ জন ভর্তি হয়েছেন, যা আগে ১০-১২ জনের
মধ্যে সীমাবদ্ধ ছিল। এ অবস্থা চলতে থাকলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন
হয়ে পড়বে। হাসপাতালেও স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ
হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে ৪৫০ রোগী ভর্তি আছেন বলেও জানান তিনি।
হাসপাতাল
ঘুরে দেখা গেছে, করোনা আইসোলেশন ওয়ার্ডে পুরুষের জন্য ১০টি ও নারীদের জন্য
৯টি শয্যা রয়েছে। আজকের ২১ জন নিয়ে সেখানে ভর্তি রয়েছেন ৪৮ জন, যা
দ্বিগুণের চেয়ে বেশি। হাসপাতালের মেঝেতে সারি সারি বিছানা ফেলে রোগী রাখা
হয়েছে। রোগীর চাপে এই ওয়ার্ডে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই।